ইসলামী ব্যাংকের এমডি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে

84525110888fc0a72adc4e13f14ba1a0-5757a0dbe935c

দিনবদল নিউজ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ারকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের এমডি পদে ইউনিয়ন ব্যাংকের এমডি আব্দুল হামিদ মিয়া ও চেয়ারম্যান পদে আরাস্তু খান নতুন নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের একজন সদস্য।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ওই সদস্য বলেন, ‘আরও ছয় মাস মেয়াদ ছিল আবদুল মান্নানের। কিন্তু পরিচালনা পর্ষদ মনে করছে, এই মুহূর্তে তার চেয়েও ভালো এমডি ইসলামী ব্যাংকে দরকার। এ কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন এমডি হিসাবে ইউনিয়ন ব্যাংকের এমডিকে নিয়োগ দেওয়া হয়েছে।’

জানা গেছে, ব্যাংকের জরুরি ওই সভায় ভাইস চেয়ারম্যান হিসেবে ইউসিফ আবদুল্লাহ্ আল-রাজী পুনঃনির্বাচিত ও অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে নির্বাচিত করা হয়। এছাড়া মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিনকে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, ড. মো. জিল্লুর রহমানকে অডিট কমিটির চেয়ারম্যান ও মো. আবদুল মাবুদ পিপিএমকে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করে ব্যাংকের বিভিন্ন কমিটি পুনর্গঠন করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান আরাস্তু খান এর আগে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামে জন্ম নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি ও যুক্তরাষ্ট্রের হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেছেন আরাস্তু খান।

প্রসঙ্গত, ১৯৮৩ সালের ১৩ মার্চ বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশে শরিয়াহ ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ব্যাংক।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *