আমি ফিলিস্তিনিদের সঙ্গে সব সময় আছি : প্রধানমন্ত্রী

0
ফাইল ফোটো

বিশেষ প্রতিনিধি:

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে সেটা সত্যিই অমানবিক। সেখানে শিশুদের কান্না, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো—এটা সহ্য করা যায় না। ইসরায়েল এর আগেও একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দাও জানিয়েছি। আমি ফিলিস্তিনিদের সঙ্গে সব সময় আছি।’

আজ বুধবার (২ জুন) জাতীয় সংসদে প্রয়াত আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হকের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনা শেষে সংসদে শোক প্রস্তাবটি গৃহীত হয়।

শেখ হাসিনা বলেন, ‘আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না, সেটাই আমার প্রশ্ন। তবে আমরা সব সময় সহযোগিতা করছি, অতীতেও করেছি এখনো করে যাচ্ছি। আগামীতেও অবশ্যই করে যাব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আসলে জীবনটাই হয়ে গেছে এমন; কবে কে কখন থাকে আর নাই হয়ে যায়, এটার কোনো হিসাব নেই। আর বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউটি যখন এলো আমরা আবার চেষ্টা করলাম সেটাকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু হঠাৎ করে আমাদের বর্ডার জেলাগুলোতে আবার দেখা দিয়েছে। সেখানে আবার আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি সবাইকে বলব, যেন স্বাস্থ্যবিধিটা সবাই মেনে চলে। এটা বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের একটা আহ্বান থাকবে।’

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *