‘আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারও জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ’

0

যখন কারও ভেতর থেকে তোমাকে হারানোর ভয় চলে যাবে তখনি মানে ঠিক তখনি সেই মানুষটার সঙ্গ পরিত্যাগ করা বাঞ্চনীয়। নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে এবং এই পুরো সময়টাতে তোমাকে যে পরিমাণ অপমান আর কষ্ট সহ্য করতে হবে সেটা হবে দোযখতুল্য। 

তাই আত্মাটাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারও জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন পৃথিবীতে কেউ না কেউ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হারানোর ভয় করবে। এমন একজনকে আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। সো চিল।
আর “স্রষ্টাতো বলেছেনই, ‘তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে’, আমি তাকে’ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।”
তিনি আরও বলেছেন, ‘কখনো বলবে না, আমি তাকে ছাড়া বাঁচবো না।’ তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!
এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে- তুমি বলতে থাকো ‘আমি মরে গেছি’ অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *