অনুশকাকে যেভাবে ভালবাসা জানালেন কোহলি
অনলাইন ডেস্ক: বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ময়দানে তিনি এতটা ক্ষিপ্র। আর ভ্যালেন্টাইন্স ডে-তে?
ভারতীয় গণমাধ্যমের খবর, প্রেমিকা অনুশকা শর্মাকে নিয়ে মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন বিরাট। সাথে একটি সেলফিও পোস্ট করেন।
ছবিটিতে দেখা যায়, পার্কে কোহলি ও অনুশকা বসে রয়েছেন। ছবির সঙ্গে অনুশকা সম্পর্কে কয়েকটি কথাও লিখেন বিরাট। তিনি লিখেন— ‘তুমি চাইলে প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হতে পারে। তোমার সঙ্গে থাকলে মনে হয় প্রত্যেকটা দিনই যেন আমারই দিন।’
সব মিলিয়ে মনে হচ্ছে এই সময়টা ভালই কাটছে কোহলির। সূত্র: টাইমস অব ইন্ডিয়া