অতীতের ন্যায় চীন বাংলাদেশ একসঙ্গে কাজ করবে

0

বুধবার,
৩০ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
১৪ আগস্ট ২০২৪ ইং,

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

১৪ আগস্ট বুধবার দুপুরে অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। অতীতের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। আমরা একসঙ্গে আগামী বছর দু’দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন করবো। এছাড়া রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরন করবে চীন। আমরা আশা করি, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চীন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *